Kingbodontir Kotha
যারা অমর, তাদের কথা
বাংলা চলচ্চিত্র, সঙ্গীত ও সংস্কৃতির কিংবদন্তিদের জীবন ও কর্মগাথা। আর্কাইভ ভিডিও, সাক্ষাৎকার ও সৃষ্টির অন্তরাল গল্পে ভরপুর প্রতিটি পর্ব। সময়ের পাতায় ফিরে দেখা এক সোনালী অধ্যায়।
heading
কিংবদন্তি নায়িকা ‘শবনম’
চলচ্চিত্র জগতের ধ্রুব তারা, কিংবদন্তি অভিনেত্রী শবনম। জায়গা করে নিয়েছেন সবার হৃদয়ে। কিংবদন্তি এই অভিনেত্রী শবনম নামে পরিচিত হলেও তার আসল নাম ছিল ঝর্ণা বসাক। ১৯৪৬ সালের ১৭ আগস্ট বাংলাদেশের পুরান ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন। শবনম, ১৯৬১ সালে মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়েই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। ৪০ বৎসরের অধিক সময় ধরে অভিনয়ের ফলে তিনি ১৫২ টি উর্দূ, পাঞ্জাবী, বাংলা সহ বিভিন্ন ভাষার মোট ১৮০টি চলচ্চিত্রে অভিনয় প্রতিভা দিয়ে দর্শকের মন জয় করেছেন। পাকিস্তানের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য তিনি সম্মানসূচক নিগার পুরস্কার পুরস্কার লাভ করেন মোট ১৩বার। পাকিস্তানে, এই রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙ্গতে পারেনি।
ফটো গ্যালারি